আজ যদি থাকতে তুমি,
সকাল হতো আরো মুগ্ধ।
মুখর হতো চারপাশ,
বাজারের তাজা ইলিশ,
ছিটকা তো না অর্থাভাবে।
আজ যদি সত্যি সকাল হত!
থাকতে তুমি, পাষাণ মনে
হিসেব কষে, উড়াল দেওয়ার
চিন্তা ঝেড়ে, ইলিশ রান্নায়
মন দিতে খুব, আনমনে
ডাক দিতে মিষ্টি করে।
আজ যদি একটি বার সুযোগ পেতাম!
তোমায় আকরে ধরে বাঁচবার,
তোমার সপ্তাহ খানেক রঙিন চুলের
মিশক ঘ্রাণ সারা গায় মেখে
মেয়েলি স্বভাবে তোমার ছবি
দেয়াল থেকে পেরেক তুলে
এ শরীরে সঞ্চারিত শিরায়
ছড়িয়ে দিতাম।
একটি সকাল নিয়ে আসতাম এই বদ্ধ ঘরে।