আমাদের কেউ ভালোবাসে নি।
কোকিলের দল গান শোনাবে,
কথা দিয়ে আর আসে নি।
আকাশের তারাগুলো ম্লান হয়ে আছে,
ছোট শিশু আর হাসে নি।
কত লক্ষ তারা,
জ্বলতে জ্বলতে ফুরিয়ে গেলো।
ব্লাকহোলের নির্জন গুহায়,
ভীত এক নিষ্পেষিত প্রাণ,
পরে আছে।
পরে পরে স্বপ্ন দেখে,
দেখতে থাকে একশ একটা ফুল!
ঝড়ে গিয়ে গিয়ে মরে যায়,
যোগ হয় আরো একটি ভুল।
সেই ভুলে পিছলে গিয়ে,
স্মৃতিসব ফিরে আসে ক্ষন,
পূর্ণিমার চাঁদের মতন।