আমি মরে গেলে
মুক্তি পাবে, কালো একটি পাখি।
তার দুটো চোখ আছে,
অদৃশ্য ছায়া তার চেপে ধরে আঁখি।
তার একটি মুখ আছে,
তবু বলা কথা, থেকে যায় বাকি।
আমি মরে গেলে মুক্তি পাবে,
একাকীত্বে চাপা পরা গল্প।
অন্তরের কালি দিয়ে লিখা হবে,
আমার অস্তিত্ব থাকবে স্বল্প।
সকালের শিশির আর,
শিশির পতনের ধ্বনি।
সাদা সাদা পাখিগুলো গেয়ে যায়,
বুকে  মোর শেল  বিধে, রক্তাক্ত চাহনি
প্রতিধ্বনি করে কহে, "আহা!"
আমি যদি মরে যেতাম!
মুক্তি পেতো একটি বন্ধী পাখি।
তার দুটো চোখ আছে,
অদৃশ্য ছায়া তার চেপে ধরে আঁখি।
তার দুটো ডানা আছে,
পলক তার ঝরে গেছে সব।
মুক্তি পেলে উড়বে কী?
আমার লাশের পাশে ঘুরবে কী?
মৃদু স্বরে গাইবে কী মুক্তির গান?
দেখার যে চোখ নাই, দেহ শূন্য প্রাণ।
তার একটি মুখ আছে,
বাকি শুধু তিক্ত কলরব।
ডানা তার দুটোই আছে,
পলক তার ঝরে গেছে সব।
আমায় ঘিরে এত আয়োজন,
মুক্তি যদি পায় একটি প্রাণ,
অধীর আগ্রহের সন্ধিক্ষণ,
শুনিয়ে দিক আমায় মধুর তান।