আমি পুড়ছি!
কখনো রোদে,
বা জোছনার মৃদু আলোয়।
পুড়ছি!
পুড়তে পুড়তে ঝলসানো রুটির মতো!
কোন এক পূর্ণিমার রাতে,
নিস্তব্ধ এই সড়কে
ক্ষুধার্ত বেজন্মার বাচ্চা গুলো
ঘ্রাণ পেয়ে ঘিরে ধরে।
কি করে বুঝাই!
আমি পুড়ছি,
কখনো রোদে,
বা জোছনার মৃদু আলোয়।
পুড়তে পুড়তে ঝলসানো রুটির মতো
হতে পারি না, অন্য কারো।