বসে আছি ভোর হবে,
পাখিদের দল সব গলা ছেড়ে গাবে।
শিশুদের অসহ্য চিৎকারে,
কবরের মানুষ ঘুমায়াছে কবে,
সব ভুলে, হাসেদের দল ঝাপ দিবে।
মানুষের মস্তিস্কের আদলে,
বেরে ওঠা রোবটের ঝাঁক,
কোকিলের পিছু পিছু,
কাকদের বাসা খুজে নিবে।
সব যাবে গন্তব্যস্থলে।
শুধু ভাঁড়ারের দলে,
রয়ে যাবে অসুস্থ শরীর।
পালিয়ে অদৃশ্য কোন এক কোনে,
এড়িয়ে যাবে সব ভীড়।
সেই কোনে আলোতো আসে না!
পাখিদের কন্ঠও ভীড়ে না।
চারদিক শুণ্য পরে আছে,
বাড়ে শুধু অজানা হতাশা।