শকুনের দল মাংস খেয়ে যায়,
এ জীবিত শরীর বুঝতে পারে।
মাছির অসহ্য চিৎকারে,
মাঝেমধ্যে হাত পা নারে।
অসহায় শরীর,
পাখিদের দল উপহাস করে উড়ে যায়,
খুঁজে নেয় নতুন নীড়।
মস্তিষ্কের দুর্গন্ধে,
শকুনের দল বারবার ফিরে আসে।
মাংস খেয়ে যায়,
এ জীবিত শরীর বুঝতে পারে।
মাঝেমধ্যে হাত পা নারে,
এ জীবিত শরীর ধুকেধুকে মরে অনাহারে।
শকুনের দল কোন কৈফিয়ত শুনে না।
আর্তনাদ শুধুই উপহাস,
মনে করে প্রতিদিন মাংস খেয়ে যায়।
এ জীবিত মস্তিষ্ক বুঝতে পারে না,
মৃত শরীর মাঝেমধ্যে হাত পা নারে।
ক্ষুধা তার পেটে,
প্রতি রোজ কাটে অনাহারে।