অসহ্য চিৎকারে ঘুম ভাঙে,
প্রতিদিন কাক চিল গলাগলি করে,
উড়ে যায় সুদূর আকাশে।
হুতুম  পেঁচাটা সঙ্গী হীন, মৃত্য ডালে বসে,
কাঁদে অজড়ে।
অসহ্য চিৎকারে ঘুম ভাঙে,
বুঝি কাঁদে সেই দুঃখী পেঁচা?
সারাক্ষণ কান্না করে,
পেয়ে যাওয়ার বাড়ে উচ্ছ্বাসা!
প্রতিদিন একইভাবে কাঁদে,
ঘুম ভাঙে,
খুঁজে ফিরি, এমন করে কাঁদে কোন জন?
পেঁচাও তো সঙ্গী পেয়ে গেল!
কান্না তার থামেনি তখন।
ঘুরেফিরে চারপাশ দেখি,
কান্না তার অসহ্য তেতো।
ভাঙা আয়না পরে আছে উঠানে,
সূর্য রশ্মি পরলো এসে ক্ষন।
প্রতিবিম্ব আত্মার কাছাকাছি,
বুঝতে পারি কাঁদে কে তখন।