সাক্ষী থেকো চাঁদ!
সাক্ষী থেকো তারা,
সাক্ষী থেকো লাশ
হয়ে,বেচে আছো যারা।
সাক্ষী থেকো দুই হাত,
মুক্ত ছিলে তুমি।
মুক্ত ছিলে আত্মরক্ষায়,
ধর্ষিত জন্মভূমি।
সাক্ষী থেকো তারা!
জুলুম আর নির্যাতনে
বেছে আছো যারা।
সাক্ষী থেকো,
সাক্ষী রেখো,
রেখো কিছু টাকা।
ক্ষমতার দাপটে
দিয়ে দিবে ঢাকা,
যত অপরাধ।
সাক্ষী থেকো
মৃতলাশ বহনকারী কাঁধ।
সাক্ষী থেকো কাচা মাটি,
সাক্ষী থেকো বাঁশ।
তোমার কোলে সঁপে দিলাম,
একটি পচা লাশ।
আদর করো সংগোপনে,
আদর করো খুব।
তাদেরকেও দিও ভাগ,
যারা ছিল চুপ।