স্বপ্ন থেকে অনেক দূরে
এই ঘন অন্ধকারে নিস্তব্ধ প্রহর গুনি।
কি করুণ বিষণ্ণ অন্ধকার!
শিশিরে ভেজা আলপথ ধরে
তাঁরার মিছিল হেঁটে যায়,
কালের কলঙ্ক মেখে
চাঁদের নিঃসঙ্গ করুণ সুর!
বিষণ্ণ চাহনি,
দূর থেকে বহুদূর,
নিঃসঙ্গ করুণ সুর শুনি।
স্বপ্ন থেকে বহু দূরে
এই ঘন অন্ধকারে নিশব্দে- নিস্তব্ধ প্রহর গুনি।