হঠাৎ বৃষ্টি এলে,
দক্ষিণ দুয়ার খুলে।
তোমার কি খুব ইচ্ছে করে?
জলের মতো ভাসতে।
তোমার কি খুব ইচ্ছে করে?
আলোর মতো হাসতে।
পাকা রঙিন আমের মতো,
তোমার ও কি ইচ্ছা করে?
মাটির সাথে মিশতে।
দরিয়ার নোনা জলে,
মিশবার সেই ইচ্ছাগুলো
ফুরিয়ে গেছে?
নাকি এখনো খুব ইচ্ছা করে?
ইট পাথরের এই শহরে,
প্রথম পদার্পণে,
ইচ্ছাগুলো মরে যাবার
কান্না শুনে।
ব্যথিত হৃদয়
বজ্র ধ্বনির রুষ্টাঘাতে,
তপ্ত হয়ে,
হঠাৎ বৃষ্টি এলে,
দক্ষিণ দুয়ার খুলে।
বৃহৎ সেই বট বৃক্ষের
শিকড় গুলো আঁকড়ে ধরে,
আমার কথা স্মরণ করতে ইচ্ছে করে?