পথে নামলেই পথ চেনা যায়
চেনা পথ অচেনা পথিকের সঙ্গী হয়
তোমার হাত ধরেই হাটবো বলে
অচেনা পথেই দিয়েছি পাড়ি
পথ আপন করে নিলেও, পাইনি
তোমার হৃদয় পথের ঠাঁই ।


গাঙচিল হৃদয়ে দিয়েছি সাগর পাড়ি
ঢেউয়ের পরতেই ছিল ঢেউয়ের উচ্ছল গতি
ভালোবাসার ঢেউয়ে চেয়েছিলাম তোমার
অযুত স্বপ্নের নিযুত পরিসমাপ্তির।
লুটিয়া পড়া লতানো জীবনে
তোমার পদ্ম ছোঁয়া পায়ের শিশির সিক্তির
লাল পেড়ে শাড়ির ভাজেঁর টেরাকোটায়
আবক্ষ হৃদয়ে লাল শুভ্রতা খোঁজে।


বালি ডাঙ্গায় বালিয়াড়ি মেঘের রেশে
আয়নার প্রতিচ্ছায় বড্ড বেশী রৌদ্রাভ,
তোমার মুখোচ্ছায় সুন্দর প্রতিচ্ছবি
লতিয়ে ওঠে তোমারি মনের স্বর্ণলতায়
আবেগী নিকুঞ্জে গেড়েছে আবাসন
ঝরে পরা পাতায় আমার সর্বনাশ।
জড়িয়ে রাখা সোনালী স্বর্ণলতায়
হৃদয়ের প্রতিটি ধমনী করেছে শুষ্ক
শুকনো পাতার পথে, পরে আছি
পায়ে পায়ে পথিকের নিষ্পেষণ।