নিষিদ্ধ জানালায় অতর্কিত তুমি
এমনভাবে আসো প্রতিজ্ঞা রাখা দায়!
এত নিঃশব্দ চলনে তোমার অভ্যস্ততা
ভীষণ তটস্থ রাখে, প্রবাসীর প্রিয়তমা হলে
জানো, সময় নেই এখন তোমাকে ভাববার।
গেল হাটবারে তোমার নূপুর কিনেছি
সাধ ছিল দু’জন মিলে দিগন্তে মিলবো
তোমার নিক্বণ পায়ে পাখিরা নীড় ছাড়বে।
সামনের হাটে খোপার ফুল কিনবো,
এমনটাই কথা ছিল, ঘোমটা দিয়ে-
তুমি আমায় প্রথম ঠোঁট চেনাবে।


সামনের হাট ক’টা দিন আর, সানাইয়ের সূর ভাসে
শুনেছি কোন এক প্রবাসী সুপুরুষ  
তোমায় চুরি করেছে, দুবাই গোল্ডে তুমি উন্মাতাল
অনেক আতশবাজি, সানাইয়ের সুর
তুমি বুঝবে না সে দিনে হৃদয়ের কি রক্তক্ষরণ!
বইয়ের পাতায় জমেছে পোষ্টহীন অনেক চিঠি।
মাস্টার্সের ফল বেরুলেই আমার ঘরে
তোমার ছবি ফ্রেম বন্দী করবো, সে রকমই কথা
ক’টা দিন পেলে প্রবাসীকে? আলতা রং না মুছতেই
সে দূরে প্রবাসে, এত একলা সময় কি করে কাটে?
ভেবিছি নূপুর জোড়া তোমায় দিব
আমার কবিতার জানালায়, তোমার নিক্কন
নিষিদ্ধ ভালোবাসা বন্দী করবো নীল খামে,
তোমার স্বর্গীয় ভালবাসা রক্ষায়-
                              আমি দ্বার রক্ষক হবো।