যাযাবর শব্দেরা এলোমেলো বড্ড
কল্পনার বাগানে হানা দেয়, করে লন্ডভন্ড।
বিবাগী মন, ঘন কুয়াশায় খোঁজে শীতের ওম
পাতা ঝড়ার মড়মড়ে শব্দে চমকে ওঠে-
নিমগ্ন ভূমি,শিশির সিক্ততায় যার স্বপ্ন বিলাস।
পানকৌড়ি ছুটে চলে শান্ত জলের ধারে
টুপ করে ডুব দেয় ওম ওম জলে; টুক করে মাথা তোলে;
ফিরে চলে তৃপ্ত মনে, গল্প ভাঙে সতীর্থদের কাছে।

সোনালী মন, সোনালী ধানে, সোনালী বিকেলে-
ডাক দিয়ে যায় নবান্ন উৎসবে'র ধোঁয়া উঠা পিঠায়।
ছোট্ট শিশুরা ছোট ছোট পায়ে চলে ইস্কুল-মক্তবে
স্বপ্ন খোঁজা মন শৈশবের আঙিনায় পা রাখে,
বইয়ের পাতায় বর্ণগুচ্ছ গেঁথে চলে শব্দমালা।

ঝরা শিউলী ফুলে শুরু কৈশোরের চুম্বন
দুরন্তপনায় দে পাল্লা রেলগাড়ীর সাথে,
হেরে যায় রেলগাড়ী ইস্টিশনে, থামতে হয়।
স্বপ্নরা অবিরত ভেসে বেড়ায় মেঘের ভেলায়
টুপ করে নীল খামে আসে লাল রঙের হৃদয়,
যুবক তখন হেরে যায় ভালোবাসার ইস্টিশনে।
এলোমেলো স্বপ্নেরা গুছিয়ে দেয় ব্রিফকেস,
আলমারীতে থরে থরে ঘর বাঁধে বিলাসী মন।

মেলাতে হয় মাঝে মাঝে বিলাসী স্বপ্নের ধাঁধা;
অমিলে! যাযাবর শব্দেরা জীবনকে করে এলোমেলো;
মিলে গেল! জীবনে আসে আভিধানিক সুখের বাসর;
কল্পনা বিলাসী মন ঘুম ভেঙে দেখে এক নতুন ভোর।
উদিত সূর্যের তেজে ক্রমান্বয়ে মিলে যায় কুয়াশা
স্বচ্ছ জলে সাঁতারে বেড়ায় মাছরাঙা মন,
বিলাসী স্বপ্নেরা আগামী ভোরের গল্প ফাঁদে ।

৩০/১১/২০২১
এলিফ্যান্ট রোড,ঢাকা-১২০৫
aminurdiff@gmail.com