বেঁচে থাকার অজুহাত বেড়ে যাচ্ছে অহরহ
হলুদ ক্ষেতে মৌমাছির বিচরণে সর্ষে মধু
আহা আরেকবার, আরেকটি বছর দেখার সাধ
হঠাৎ সব নাম না‌ জানা পাখির কলরবে ঘরে ফেরা
ওদের কাছে আমার কথা বলার আকাঙ্ক্ষা বাড়ছেই।


বেঁচে থাকবো বলেই চর পড়া নদীতে স্রোতের অপেক্ষা
আবারো পালতোলা নৌকার মায়াবী চলাচল দেখবো,
বারংবার চাই শৈশবের উৎসুক চোখে সরল‌ জীবন
নাহ! অজুহাতের‌ তালিকা‌ হচ্ছে বড়ো বেঁচে থাকার
ষ্টেশন‌ ছেড়ে যাওয়া একের পর এক ট্রেন, অপেক্ষায় থাকি
পরের গন্তব্যেই হয়তো আমার ট্রেন আসবেই
আমি দেরীতে পৌঁছাই ষ্টেশনে, সময়মতো ছেড়ে যাচ্ছে সব
ইচ্ছে যখন বেঁচেই থাকি, অজুহাত থাকুক মন মননে।