মুঠো মুঠো মেঘ জমেছে
মেঘের ফাঁকে ফাঁকে রোদ্দুর
মেঘে মেঘে জলের আধার
ঝড়বে বুঝি অভিমানে এক্ষুনি।


মুঠো মুঠো ভালোবাসা জমেছে
অভিমানে দাও হাসির ঝলকানি
তোমার ভালোবাসার অবুঝ মন
ঝড়বে বুঝি কান্না হয়ে অতঃপর।


ঝিরি ঝিরি বাতাসে জল কনা
শাড়ীর আঁচলে বৃষ্টি জমেছে
তোমার সাথে পাহাড়ের বুঝি
চুক্তি হয়েছে মেঘ জমানোর।


জমেছে ঋণ তোমার কাছে
বাদল দিনের কদম ফুল,
এবার যখন খরায় চারপাশ
কদম পায়নি মুঠো মুঠো বৃষ্টি।


বৃষ্টি এলে হাত বাড়িও
ভিজিয়ে দিবো শুদ্ধাতায়
বানে  যখন নতুন পানি
দেখো সেথায় আমার প্রতিচ্ছবি।