সবুজ লতা-গুল্মের মাঝে
পিঁপড়ে দলের সাথে দেখা হয় প্রতিনিয়ত
আমার আলস্য ভঙ্গির জীবনযাপনে
ওরা বিস্মিত! বলত 'উত্তরে হাওয়া ছাড়বে শীঘ্রই
খাবার জমিয়ে রাখো, শীতে খাবে কি'?
আমি ওদের বন্ধু হই, ফুড়ুৎ ফুড়ুৎ দৌড়ে
তরু লতা গুল্ম থেকে খাবার ফেলতাম, ক্ষুদ্রাতিক্ষুদ্র পতঙ্গের
খুশি মনে ওরা দল বেঁধে খাবারগুলো নিয়ে যেত। ধন্যবাদ দিত!


আমি ঘাস ফড়িং-
অবয়বে ঘোড়ার মত দেখতে মন হত আমার
ঘোড়া দৌড়ে ওদের সাথে পাল্লা দিতাম
সবুজ গালিচায় লম্ফে লম্ফে ঘোড়াদের সাথে তাল মেলানো
না হয় না! ওদের পায়ের তলায় পিষ্ট হতে হতে বেঁচে গিয়েছি কতবার
ফিরে এসেছি আবার, আমার সবুজ তরু লতা গুল্মের ঝোঁপে
গায়ের রং সবুজ হওয়ায় সবুজের সাথে মিলে মিশে থাকি
আমায় খুজেঁ পাওয়া বড্ড কঠিন কাজ শিকারীদের কাছে
স্মিত  হাস্য আলস্য বেলা কাটে, আয়েশী জীবনে খাবার যা জুটে চলে যায়।


বিলাসী চাদেঁর আলোয় আমার উপভোগ্য এক রাতে
সর্পিল ছোবলে শিকারীর ব্যর্থ শিকারে আহত হই
গুল্মের মাটিতে আছড়ে পড়ি, নিজকে সামলাতে সময় নিই
কি আশ্চর্য! পিঁপড়ার দল আমায় ঘিরে ফেলে
বলি 'শুশ্রূষা দাও, সারিয়ে তোলো আমার ক্ষত'
কিন্তু এ কি! ক্রমান্বয়ে ওদের বিষে অবশ হয় দেহ
স্মিত হাস্য জিজ্ঞেসা করি 'নিয়ে যাচ্ছ  কোথায় আমায়'?
হেসে ওরে বলে 'উত্তরে হাওয়া ছেড়েছে,
আসন্ন শীতে খাবার জোগাড় করতে ব্যস্ত অতি আমরা'
সেই বিলাসী পূর্ণিমায়, স্মিত হাস্য আমি, আলস্য জীবন উৎসর্গ করি।