মনের কথা রইলো মনে
বাধঁলো সেথায় ঘর বসতি।
তুমি এখন অন্যে ঘরে
সাজাও এখন ঘর-বসতি!
মন খুলে আর যায় না বলা
তোমার চুড়ির রিনিঝিনি
বাজাতো যে মনে বাশিঁ।
খালি কলস নিয়ে তুমি
আসবে কি আর নদীর ঘাটে?
লোকে এখন বলে তোমায়-
অন্য ঘরের দাসী!
আমার ঘরের আল্পনাতে
তুমিই রঙের খেলা,
তুলির আচঁড় দিলেই বুঝি
অনুভবে পাই তোমার ছোঁয়া!
হাত দু'টো ধরবে না কেউ
বলবে না আর এমন করে
চলো না ডুব দেই আজ-
মোদের নদীর জলে।
আমার এখন যায় যে দিন
পথ পানে চেয়ে,
আসবে নাইওরে কখন আবার-
ঝুলিয়ে পা গরুর গাড়ীতে,
আমার আকাশে মেঘ জমিয়ে
ভিজবো তখন মনের ঘরে।
তুমি থেকো আমার তরে-
ভালোবাসার প্রতীক হয়ে।