কাঠের নকশায় বাটালিতে হাতুড়ির শব্দ
অদূরে কাঠঠোকরার ঠক্ ঠক্ আওয়াজ
পাল্লা দিয়েই চলছে ঘর বাধার সব আয়োজন।


দু'জনের স্বভাবে অদ্ভুত মিলে মিল
কাঠঠোকরা কাঠেই খোঁজে খাবার
বাধে ঘর, ভালোবাসার সব আয়োজন ।


আমি করি নকশা কাঠে, ঠুকরে ঠুকরে
বানাই খাট,চৌকাঠ, জানালা, আলমারি,
তোমার মনের চৌকাঠে করি নকশা শত শত।


আমাদের কথা এখন কাঠে ঠোকরায়
নকশাহীন নিরানন্দে যাপিত জীবন
হৃদয় খোঁজে না কারুকাজ পুরোনো কাঠে,
পলিশ করেও ফেরে না নতুন প্রেমের আমেজ।
ধুলো পড়ে, ঘুনে খায়, ঠোকর খায় চার দেয়ালে
কঠঠোকরা তুমি বেশ, গাছ ভেদে ছন্দে ঠক ঠক
আমার ছেনি আর হাতুড়ীতে মেহগনির আবেশ
বড্ড বেশী একঘেয়েমি, অচল প্রেমে ঠক্ ঠক্।
নতুন নকশায় সাজে নতুনের ঘর, স্বপ্ন বাসর।
আমার পুরোনো নকশায় চলে পলিশ বছর বছর
পাল্টানো হয় না সংসার, বাঁধি না নতুন ঘর,
কাঠঠোকরা তুমি বেশ, ঠুকরিয়ে বানাও যে নতুন ঘর।


আমাদের জীবন পড়ে রয় স্বপ্নহীন চিলেকোঠায়, ঠক্ ঠক্।