তোমার নিত্য অপরূপ রূপের মাঝে
আমি যে নিরাকার!
সাজ বুঝে হই যে তোমার সমঝদার
অবয়বে করো যা, প্রাণীকুলে তুমি তাই।
তুমি ছাড়া আমি যে অস্তিত্বহীন, অলীক মুহ্যমান


তুমি সৃষ্ট করো সাগরে বিশাল বিশাল ঢেউ
আমাকে ফেলো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে
হৃদ কম্পনে তুমিই করো উপলব্ধি
জীবিত কিংবা মৃতের অনুরণন স্বাদ।


দৃষ্টি দিয়েছো বেঁধে স্বচ্ছ আলোয়
প্রতিফলিত হয় যতটুকু নিগূঢ় বর্ণচ্ছটায়
ততটুকুই দেখি তুমি আর আমি এক পেয়ালায়
বাকীটুকু রেখেছো কৃষ্ণগহ্বরে, আমার অজানায়।


তুমি বানিয়েছো পর্বত আসমান ছোঁয়া
কষ্টে করে আরোহনে হৃৎপিন্ডে হাঁপর খেলে
বিজয়ের পতাকা উড়ে যখন সর্বোচ্চ চূড়ায়
তোমার সৃষ্ট পর্বত জয়ে দিয়েছো বিজয়ের সম্মান।


তুমি নিয়েছ জীবনের স্বাদ বেঁচে থাকার প্রতি ক্ষণ, মুহূর্তে
আহ্লাদিত আস্বাদে উপভোগ করো সুখের সবটুকু সময়
জীবন দোটানায় ছেড়ে যাও, ক্ষুধিত মস্তিষ্কে খালি পেয়ালার ছবি
অসহায় লাগে তুমিহীনে, চন্দ্রালোকেও খুঁজি অস্তিত্বের বাহন
আবার যখন ভর করো মোর মাঝে, মাটি পায় বৃষ্টির আস্বাদ
ভূমিতে রোপিত দেহ খানা, স্বর্গ নরকের খোঁজে অজস্র বছরের অপেক্ষায়।