তুমি কতক পথের ধারে
অজানা কথাগুলো যাও বলে,
আমার অনুভূতিগুলো গুমরে মরে
ঘড়ির কাঁটার সেকেন্ড গুনে।


রেল লাইনের স্লিপারের পর স্লিপার-
পাড়ি দিয়ে পৌছিঁ তোমার কাছে,
মেহেদী রাঙা হাতে দেখি চিঠি
অন্য কারো হাতের লেখা।
আমার লেখা রঙিন পংক্তিগুলো
বলতে যেয়ে থমকে দাঁড়াই,
বলি, এ পাশ দিয়েই যাচ্ছিলাম।


তুমি তখন উঠোন পেরিয়ে
রঙিন স্বপ্ন বুনে বুনে-
ভাবছো যার কথা, সে যে আমি!
মিথ্যা কথায় পটেছো বেশ,
বুক পকেটে জমেছে রঙিন ব্যথা,
আমি ছিলাম যে এক সত্ত্বায়,
তুমি বানালে বহুসত্ত্বায়
জানো না হয়তো,
যুদ্ধে আর প্রেমে নিয়ম চলে না !


তোমাকে যে পেতেই হবে
এই ছিল যে আমার পণ,
ঘুড্ডি ওরা আকাশে'র মেঘদল
গুনে গুনে করলো তোমায় বরণ।
আমার এখন বামপাশেতে বড্ড-
স্নেহের পরশ, পরশ মাখা হাত তোমার-
নিচ্ছে অবিরত গোপন চিঠির খবর,
কানে কানে বলছো আমায় বারংবার
চল যায় ঘুড্ডি উড়া নীল আকাশে।
আমার বহুসত্ত্বায় যে তোমার-
ভালোবাসার এক আবাসস্থল।


০১/১২/২০২১
কাটাবন,ঢাকা-১২০৫
ই-মেইলঃ aminurdiff@gmail.com