ধরণির চাতক চোখে আকাশের মেঘপুঞ্জি
তোমরা কেমনে চলো বাতাসের সাথে সাথে ?
থমকে দাঁড়াও, ভালোবাসার আবেশ ছড়াও
ধরিত্রি পানে
ঝগড়া-বিবাদ মিলিয়ে ঘনীভূত করো মেঘকে,
তপ্ত বুকের হাহাকার যে ছড়ায় চারিদিকে
অবিন্যস্ত বিন্যাসে কামুক দেহ আমার
জল তেষ্টায় ফাটাল ধরা গহীন বুক
শুকনো হৃদয়ে তোমার পানে আছি চেয়ে
সিক্ত হতে চাই প্রণয়ে, অবিন্যস্ত বিন্যাসে।
হৃদয় গহীনে বাজে আজ আলিঙ্গনের নেশা
প্রতিটি ফোটায় ফোটায় জাগবে শিহরণ
দেহ মাঝে গজাবে শিশিরে শেকড়
নব প্রাণ, নব নব আয়োজনে চারদিক
নব জাগরণ মাঝে সৃষ্টির শীতল সুখ
ঝরে পড়ো হে! অঝোর অঝোর ধারায়।।