ভেবেছিলে রক্ত সাগর বয়ে দিলে
নিশ্চিহ্ন হব আমরা!
রক্তের আলিঙ্গনে, মাটির মায়ায়
রক্তের শেকড় গজায়।
রক্তে রক্তে শেকড়ের বিস্তৃতি
ভূমি আঁকড়ে মাটির গহীনে শেকড়ের-
মায়া জাল, রক্ত শেকড়ের নিলয়।
নগ্ন পায়ের শিশুর দেহে-
রক্ত শেকড়ের আলিঙ্গন-
দেহেতে গজায় বিদ্রোহের শেকড়।
পরিণত শেকড়রা অপেক্ষায় থাকে
পূর্ব পুরুষের ন্যায্য অধিকার বঞ্চিত
বংশানুক্রম শাসকের বিরুদ্ধে লড়ার-
বিদ্রোহের আগুন জ্বালার অপেক্ষায়,
ঝাপিয়ে পড়ে শাসকের সীমান্ত তালুকে
বিজিত হলে রক্ত শেকড়েরা উর্বর মাটি-
শস্য ফলায়, সৃজিত করে প্রকৃতি।
পরাজিত হলে রক্ত শেকড়েরা
মাটির গহীনে, বিদ্রোহী মানুষের অপেক্ষায় রয়।