অলংকৃত মন ঝিনুক খোলসে-
মুক্ত খোঁজে।
কোকিল কি ভেবেছিল ভিন্ন নীড়ে-
নিজের ছানা।
কিছু কিছু মানুষ সাধ্যের অতীত-
নিজের ছায়া মাড়ায়।
ভেবেছিলাম বন্ধু তুমি আমার প্রতিচ্ছায়া-
খোলসে দেখি নকল মুক্ত দানা।