কতটুকু মেপেছো গোয়ালা
যতটুকু না হলেই নয়
কতটুকু মেপেছো বিক্রেতা
যতটুকু না হলেই নয়
কতটুক গেয়েছো গায়ক
যতটুকু ছিল লিরিক্সে


কতটুকু মেপেছো জীবনের
যৎকিঞ্চিত যতটুকু প্রয়োজন
না হলেই নয়, ততটুকুই কি?
সত্যিই কি? নয় কি অতিরিক্ত?
বর্ষায় উপচে পড়া নদী
প্লাবনে বাঁধ ভাঙা জোয়ার
বাঁধন হারা জ্যোৎস্না ছাপিয়ে
ভালোবাসা মেপেছো কি?
অসীমকে মাপতে যেয়ে হারিয়েছি
মাপা হয়নি নিজেকে আজো
ঠিক কতটুকু হলেই পরিপূর্ণ আমি!
কতটুকু শিশিরে হয়ে বৃষ্টি কণা
আজও নিক্তির পানে চেয়ে থাকা
ভাগ-বাটোয়ারায় সামঞ্জস্যহীন আক্ষেপ জীবনের!