স্বপ্ন বাসর শেষে, চৈত্রের লু হাওয়া
বহমান নদীর গভীরতা
হেঁটেই অতিক্রম করেছিলাম
মরুভূমিময় বালুক রাশিতে
এক আধার পানির খোঁজে
বহু পথ হেঁটেছিলাম
যৌবন নদীর খেয়ায়, উঠতি তরুণ আমি
কি পিপাসার্ত ছিলাম?


হা-ডু-ডু খেলায় কিশোরীদের
স্পর্শে কি? আমি শিহরিত
নিষিদ্ধ লোবানের গন্ধ পেতাম
যেদিন হাজাম এসে
কৈশোরের প্রথম রক্ত ক্ষরন করেছিল
আমার তরবারীর তীক্ষ ধারে, সেদিন
নিষিদ্ধ বইয়ের পাতা চিড়েছিল।


অপার্থিব এক জৌলুসে
নিজকে না চেনার জগতে
কি ভীষণ ওম অনুভব করতাম।
ছোটবেলার খেলার সাথীকে
ভীষন অচেনা জগতের
তেষ্টা পাওয়া গহীন অরণ্যের
চিবুক বেয়ে লোনা জলের
স্পর্শের স্বপ্নে কাঁপতাম।
প্রেয়সী সেবার বলেছিল
এবার তাহলে পুরুষ হলে
গোলাপ কাঁটায় তার রক্ত ক্ষরণে
আমি ভালোবাসা পেয়েছিলাম,
আমি এক পুরুষই হলাম।