আমাদের গল্পকথা
চিরকাল অল্পে ফুরোয়।
আমাদের দিন কেটে যায়
স্বপ্নের খুদ ও কুঁড়োয়।


বিকোনো বিজ্ঞাপনে
জমানো কষ্ট লুকোই।
পরবের চিলতে রোদে
ভেজা মন মিথ্যে শুকোই।


তবু তো জ্বলছে উনুন,
দু' বেলা চড়ছে হাঁড়ি।
এর চে' অধিক কিছু
চাওয়াটাই বাড়াবাড়ি।


আমরা স্বপ্ন কুড়োই
ভাষণে জনমোহিনী।
ঠকে যায় বারংবারই,
টানে তাও কুহকিনী।


অনুদান হাত পেতে নি',
ঝুঁকে যাই সমর্পণে।
দু'বেলা নাম জপে যাই,
শেখানো উচ্চারণে।


যাপনের পথ হেঁটে যাই,
স্তোকে তার দহন জুড়োই।
এভাবেই গল্পকথার
নটে গাছ আপনি মুড়োয়।
          (১৪/০৯/২০২২)