'এবার তবে আসি', বলে
দরজা খুলে বেড়িয়ে আসা
কত কঠিন তা কি জানো।
কেন তুমি খুললে বাঁধন,
'আচ্ছা এসো', বললে কেন।
যেতে আমি চাই না কোথাও,
আমায় তুমি ফিরিয়ে আনো।


সজল চোখে হাসি এনে
পেছন থেকে হাত যে নাড়ো।
এসব দেখেও এতোটা পথ
একলা যাবো ভাবতে পারো!


আবার কবে আসবো ফিরে,
কেই বা জানে।
স্বজন বিহীন এই বিভুঁয়ে
মন কি মানে!


আবার কবে ফিরে পাওয়া,
একা একা সেদিনটাকে
একা একাই গুনে যাওয়া,
কতো কঠিন তা কি জানো।
থাকতে আমি চাই না দুরে,
আমায় তুমি ফিরিয়ে আনো।
           (জানুয়ারী, ১৯৯৭)