বেরঙ মন ঢাকবে ও রঙ,
কথা মোটেই কাজের না।
মনের গতিক চোখ এঁকেছে,
দোষটা আদৌ সাজের না।


এগিয়ে চলাই শর্ত বাঁচার,
সময় কবে কার কেনা।
আটকে থাকা ঠিক কথা নয়,
স্মৃতির খাতায় ধার দেনা।


স্মৃতির পোকা খাচ্ছে কুরে
দিচ্ছো যতো আশকারা।
মনের আঁধার ঢাকলো কবে,
হোক না দামি মাসকারা।


মনখারাপের মন্দ গুলো
বন্ধ করে সিন্দুকে,
পাল্টে ফেলো স্বভাবটাকে,
তাল করা সব বিন্দুকে।  


স্বপ্ন আঁকার চোখ বুঁজেছো,
কথা মোটেই কাজের না।
স্থবিরতা মৃত্যুরই নাম,-
মরণ তোমায় সাজেই না।
        (০১/০৪/২০২১)