খামখেয়ালি রৌদ্র মেঘের হাওয়াবদল গোলমেলে সব হিসেব।
সে কোন হাওয়ার সংকেতে মন ফেরার কিম্বা ফেরায় টানে কিসের?
গোলমেলে সব ভাঙাগড়ার ছকের খেলায় এক্কেবারে নাকাল।
হঠাৎ মেঘে রাত্রি কেন, ভাবছো যখন পেয়েই গেছো নাগাল।


যে পাঁজরে আগুন জানি পোড়ে তো সেই, কোনখানে যে জ্বালায়?
কোন ফাঁকে যে কখন তুমি মগডালে আর মই নিয়ে কে পালায়।
পুড়তে থাকে উড়তে থাকে ছাই, যতো সব স্বপ্ন দেখে একায়।
তল মেলে না, কলের কাঠি কার হাতে যে স্বপ্ন আজব দেখায়।


তার-কাটাদের শান্তি অপার, ধার ধারে না চাল অথবা চুলোর।
সার বুঝেছি, নিদ্রা মানেই চক্ষুদ্বয়ে ঠুলি কানে তুলো।
বুলোয় যে হাত মাথায় কখন সিঁধ কেটে যায়, টের পাওনি, ঘরে।
চক্ষে যাহার কাপড় বাঁধা, দেখেশুনে সেই তো বিচার করে।


ঢিমে আঁচে সেঁকছে যখন, ভাবছি বুঝি ইহাই বাঁচার মানে।
অদ্ভুতুড়ে বলছো মিছেই, শুঁড়ির সাক্ষী মাতাল সবাই জানে।
                                   (১৫/১২/২০২২)