কুঁচকে ভুরু চুলকে মাথা শেষে,
হন্যে হয়ে বললে তুমি হেসে,
" কি যে লেখো মাথা মুণ্ডু ছাই।
পড়িই শুধু, অর্থ বোঝা দায়।"


ধ্বস্ত কবি হস্তে রেখে গাল,
ভাবলো, বেগার খাটনি এতকাল!
অর্থ খোঁজার দায় কি শুধু তারই,
অর্থ বোঝা সত্যি কি দরকারি?


তখনই ঠিক উঠোনের এক কোণে,
একটা কোকিল ডাকছিল এক মনে।
মন ছুঁয়ে যায় সেই যে কুহু তানে,
শুধোয় কি কেউ," বল পাখি এর মানে"?


কদমছায়ে মোহন বাঁশির সুর,
আলতা পায়ে বাজলো যে নুপুর,
একতারার ঐ উদাস সুরের ঢেউ,
মন যে মাতায়। অর্থ খোঁজে কেউ?


তাই তো কবি বললো," আমি কেবল
যেই খুলে দি শব্দ পাখির শেকল,
খেয়াল মতো ছড়িয়ে পড়ে খাতায়।
খুঁজছো মানে? ভাবছো তুমি যা, তাই।"


" অর্থ নিয়ে প্রশ্ন করো বৃথা,"
হাসলো কবি," নিজেই জানি কি তা ?"
                     (০৫/০৯/২০২১)