শেষ বিকেলের অস্তরাগে
লাজুকলতার ছোঁয়া লাগে।
কিশোরী মন আগুন মাখে,
ঘাটের পথে স্বপ্ন আঁকে।


এ ঘাট সে ঘাট তত্ত্ব তালাশ,
কোন সে ছোঁয়ায় রাঙলো পলাশ।
ত্রস্ত পায়ে কাঠবেড়ালি,
কোন সুরে তুই মন হারালি।


সে সুর কেবল আগুন ছড়ায়,
ভীষণ জ্বর শুধুই পোড়ায়।
দহন জ্বালায় কেমন এ সুখ!
লাজুকলতা ঢাকলো যে মুখ।


সেই লাজ রঙ আর কে মাখে,
যমুনা তার খবর রাখে,-
চাঁদে কখন প্লাবন এলো।
কালো জলে সাঁঝ ঘনালো।
      ( ০৮/০১/২০২১)