আসুক না হয় এমন একটা ঘুম মাখা ভোর,
আকাশ জুড়েই থাকুক জমাট মেঘলা চাদর।
মেঘবালিকা, বৃষ্টি নুপুর থাক পায়ে তোর,
অঝোর ধারায় বানভাসি হোক আমার শহর।


দূরগামী ট্রেন একলা ফিরুক মাঠ ছাড়িয়ে,
পাখির ছানা বৃষ্টি দেখুক মুখ বাড়িয়ে।
কাজের তাড়া থাক না ডুবে আলসেমিতে,
মেঘ মল্লার ভাসিয়ে দিক আজ আচম্বিতে।


এ ঘর বাহির ভিজিয়ে বাজুক বৃষ্টি নুপুর,
মেঘলা আঁধার গুলিয়ে দিক না, রাত না দুপুর।
মেঘবালিকা, তোর ভেজা চুল ঝরিয়ে পুরো,
ভেজাক আমায় ছড়িয়ে পড়া বৃষ্টি গুঁড়ো।


বৃষ্টি মাখুক আগুন জ্বলা আমার শহর,
ভিজতে থাকুক দিক চরাচর অষ্ট প্রহর।
বানভাসি হোক, ভেতর বাহির বেবাক ভাসুক,
মেঘ ভাসা তোর দু চোখ জুড়ে স্বপ্ন আসুক।
                         (০৮/০৬/২০২১)