ঢেউ ওঠে ঢেউ ভাঙে স্মৃতির মিনারে,
সূর্য ঘোলাটে হয় খাদের কিনারে।


তারপর আলো নেভে, কোলাহল চুপ;
ঘাটের কিনারে বাসি কথাদের স্তূপ।


অমোঘ শয়ানে শেষ দাহ শেষ হলে,
ভাঙা কলসের ধারা ভস্মে অনলে।


পিছু ফিরে দেখে নি তো, দেখে নাকি কেউ?
ভাঙা ঘট ছুঁয়ে শুধু আসে যায় ঢেউ।


জলের কিনারে একা ঢেউ গোনে, ছোঁয়;
জলের শরীর ফিরে জলে পৌঁছয়।
                         (০৭/১০/২০২২)