রাত মুছে নিয়ে যায় রোজ,
যাপনের যাবতীয় শোক।
রোদ্দুর বুকে নিয়ে ভাবি,
ফের নয় ফিরে শুরু হোক।


দু' কদম আগে দুই পিছে,
চেনা পথে চেনা ঘুরপাক।
উজানে তো মেঘেদের পাড়া,
সেই পথ মাপা নয় থাক।


যতো কথা ক্ষতদাগ ঘিরে,
কাঙ্খিত ভাষা খুঁজে নিক।
এলোমেলো আঁধারের ভিড়ে,
জোনাকিরা ডানা মেলে দিক।


তারপর তারাদের দেশে,
বর্ণালী আলো উৎসবে।
অভিযোগ অভিমান হলে,
দেখো ঠিক বৃষ্টিও হবে।
       (১৫/০৭/২০২২)