একটা বাড়ি, বাহান্ন ঘর;
সমান্তরাল সব যাযাবর।
একসাথে সব একলা হাঁটে,
একলা লুকোয়, আঁধার ঘাঁটে।


পাঁশুটে সব আঁচড়গুলো,
ভেতরমুখো আঁধার ছুঁলো।
পানাপুকুর জল ঘোলাটে,
ঢেউ ওঠে না এ তল্লাটে।


ঢের হয়েছে এবার আঁকো,
একটা নদী, একটা সাঁকো।
মেঘলা আকাশ না হয় ভাঙুক,
একটা তুমুল বৃষ্টি নামুক।


সব ক্ষত দাগ এবার ভাসুক,
একটা অঝোর শ্রাবণ আসুক।
              (১০/০৭/২০২২)