ঘরেতে থমকে আছে মেঘলা আকাশ,
জানালায় কি যে খোঁজে অভিমানী মন।
ভালবাসা কষ্টে আছে অজানা কারণে,
দৃষ্টির ফেস্টুনে তারই বিজ্ঞাপন।


পৌষের রাত জানে এইসব কথা,
পশমের ওমে তাই আদর জড়ানো।
কোমল পালকের উষ্ণতার ছোঁয়া
গোলাপ পাপড়ি দিল চাদরে ছড়ানো।


চাঁদ তবু মেঘে ঢাকা, তারারাও দুঃখী,
মনের অতলে খোঁজে পানকৌড়ি মন।
বসন্ত হাওয়াই দিল খবর গোপনে,
সুখের ঘরের চাবি হারালো কখন।
                   (২৮/১১/২০২০)