একটা শ্রাবণ তোমার নামে,
বৃষ্টি কুচি মাখা।
হয় নি দেওয়া, আজো আছে
নীলচে খামে রাখা।


সবাই জানে শ্রাবণ মানেই
অনুরাগের ধারা।
তোমার কেন নোনতা জলে
বানভাসি হয় পাড়া ?


মেঘ এঁকেছো দীঘল চোখে,
চির শ্রাবণ মাস।
ব্যালকনিতে দুনিয়াদারি,
পোষ মানা উচ্ছ্বাস।


খরস্রোতাও বাঁধ মেনেছে,
সেসব খবর রাখি।
উনুন আঁচে কেমন আছো,
আগুন ছোঁয়া পাখি ?
   (২৩/০৭/২০২১)