এখন তো আর ঘুম আসে না
চোখ বুঁজলেই ঝপ করে।
ভাঙাচোরা কষ্টগুলো
রাত্রি এখন খুঁড়ছে রোজ।
রাত পোয়ানো গল্পগুলো
শিশির হয়ে ঠিক ঝরে।
ভোরের আলোয় শিশির ঘেঁটে
কে আর সেসব রাখছে খোঁজ।


এখন তো সেই উত্তাপ নেই,
নয়তো তেমন  সময়কাল।
হোঁচট খেয়ে উল্টে গেলে
সামলে নেওয়া কষ্টকর।
জরুরী তাই ভীষণরকম
বুঝতে শেখা চাল-বেচাল।
বেতাল হলেই মহাকালের
চাবুক সপাট পৃষ্ঠপর।


এখন তো তাই হিসেব কষে,
নিক্তি ধরে মাপছি সব।
দেখে শুনে পরখ করে,
হাঁটছি ভেবে সর্বদিক।
শিখছি খুঁড়ে রাস্তা যতো
পেরিয়ে আসা আশৈশব।
বেয়াক্কেলে ইচ্ছেগুলো
সেসব থেকে শিক্ষা নিক।
        (২৯/১০/২০২১)