যারা জোয়ারে
ভেড়ে খোঁয়াড়ে,
জেনো ঘাঁটে ঘোল,
তাই ফাঁসে ঢোল।
তাই কেত্তন,
বলো হরিবোল।


বোঝে গণ ছাই
কি যে তন্ত্র,
'চলো বেচে খাই'
মূলমন্ত্র।
যদি কেঁচে যায়,
'ষড়যন্ত্র'।


যে যতো খায়
তার ততো খাঁই।
যার খালি পাত
খুশি নুন-ভাত
যদি জুটে যায়,
তাই খুঁটে খায়।


যার চাল নেই
আর চুলো নেই,
তার পিঠ আছে
তবে কুলো নেই।
তার আজ নেই
তাই ফুলও নেই।


যার ভুখ আছে
অভিমান নাই,
আর বোড়ে আছে
তবু দান নাই,
তার কান্নায়
কারো কান নাই।


ভারী একা রাত
শুধু মোছে কাচ।
সেই বাঁধা গত্,
সেই একই ছাঁচ।
কানা গলিপথ,
বুকে ধিকি আঁচ।


যদি চেনে হক
ঠিক ভুল কি,
আর ফোটে আঁচ
ওঠে ফুলকি।
ছোটে দাবানল,
তাতে ভুল কি?


খিদে পাতে হাত,
এই কৃষ্টি?
জাগো ত্রিনয়ন,
হানো দৃষ্টি।
ফের প্রলয়েই
আনো সৃষ্টি।
(০৭/০৪/২০২৩)