আয় তবে আজ
মিটমাট হোক
পিঠ চাপড়িয়ে
একে অন্যের,
গলাগলি হোক
গোপন মিলনে।
ভাগ বাটোয়ারা
ঠিকঠাক মতো,
তোর কিছু থাক
আমারও থাকুক।
দলাদলি যতো
মঞ্চে চরম
তর্জনে আর
দেয়াল লিখনে।
হয়ে মাতোয়ারা
রক্ত গরম
হুমকি ভাষণে
নেশায় মাতুক  
জনতা ভেড়ুয়া,  
হাততালি দিক।
লাল নীল সাদা
গেরুয়া শাসনে
ভুল আর ঠিক,
ভালো মন্দের
তর্ক জমুক।
হোক হাতাহাতি
রক্ত ঝরুক,
চায়ে পে চর্চা
আয়েসে চুমুক।
লাঠি আর বোমে
না হয় পড়ুক
কয়েকটা লাশ,
কি বা আসে যায়।
উল্টে বরং
লাশের গায়েতে
ঠিকমতো রঙ
লাগালে সেটাই
তুরুপের তাস।
তারপর ভোটে
রাবড়ি দাওয়াই,
লাঠি আর নোট
দুটোই চলুক।
হোক যতো দোষ
নন্দ ঘোষের,
যা খুশি বলুক
নিন্দুক জনে।
তুই না তো আমি
পাঁচ পাঁচ সাল,
ভোট পার্বণে
নিশ্চিত জয়।
হোক কেত্তন
গণতন্ত্রের,
আহা কি বা চাল।
বরাহ না কার
ওই যে খামার,
পাঁচ পাঁচ সাল
তোর বা আমার
ভাগ করে নেবো।
আঙুল তোলার
কষ্ট করলে
স্পষ্ট বলছি,
গায়ে দেগে দেবো
সন্ত্রাসী ছাপ।
উঁহু সোজা নয়
ঘোমটাটি খোলা,
তার নিচে আহা
খেমটা নাচন
কেউটে সাপের।
দেশ তো আসলে
কেবলই দাপের।
জনতায় খাবে
হজমি পাচন
দেশপ্রেমের,
কেত্তন হবে।
করতাল খোল
ডঙ্কা বাজাও।
শেষ যাত্রার
শয্যা সাজাও,
গণতন্ত্রের
হোক হরি বোল।
(০৩/০১/২০২১)