(বসন্তোৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লেখা)


বার্তা দিল ফাগুন,
শিমুল বনে আগুন।


যেই না খবর পাওয়া,
আবির ছুঁলো হাওয়া।


হাওয়ার দোলা মনে,
পলাশও লাল রঙে।


রঙের ছোঁয়ায় নেয়ে,
লাজুকলতা মেয়ে।


লাজে ঢাকলো মুখ,
ঢেউ উত্তাল বুক।


বুকের অতল খাঁজে
কোন কথাটি আছে ?


জানলো কি সেই জন ?
লাল যে শিমুল মন !


শিমুল পলাশ মিলে
রঙের ছোঁয়া দিলে।


হৃদয় ছুঁলেই দে দোল,
রক্তে বাজে মাদল।


আগল ভাঙে বাঁধের,
দৌড়ে পালায় ছাদে।


ভয়েই কেঁপে সারা,
শুনছে কড়া নাড়া।


নাড়লো কড়া ফাগুন,
রঙের ছোঁয়ায় আগুন।


যে যাই বলুক লোকে,
রঙ যে মানায় তোকেই।


আজ কি সে রঙ নিবি,
আগুনে ঝাঁপ দিবি?
   (২৮/০৩/২০২১)