যাকে তুমি হারিয়েছো ভেবেছো, ফিরে আবার খুঁজেছো
বারবার, সেও জানে সবকিছু কখনোই হারানোর নয়।
যেমন এ সারকথা সে জানে তেমন কি তুমিও বুঝেছো,
হারিয়ে ফেলার ভয় যেইখানে সেখানেই আমাদের জয়?


আমরা তো সেই লোক যারা জানে প্রেম মানে বাঁচবার বায়ু,
আমিষ গন্ধময় দর্শনের তর্জমায় আদৌ নামে না।
আপাত টুকরো হই আসলে জড়িয়ে থাকি শিকড়ের স্নায়ু,
শিকড়ে জীবনধারা অনেক গভীরে, জল না ছুঁয়ে থামে না।


এক সূর্যের আয়ু রৌদ্র উজ্জীবিত এ যাত্রাপথে,
অভিমানে বিক্ষত বিরহে দগ্ধ তবু অনন্ত যাপনে।
ছড়িয়ে রয়েছে ভাবো আসলে জড়িয়ে চির অগ্নি শপথে,
গভীরে প্রোথিত রাগ আমাদের, জেনো নয় প্রকট জ্ঞাপনে।


যাকে তুমি হারিয়েছো ভেবেছো, ফিরে আবার খুঁজেছো,
দূরে তবু জুড়ে আছে সে তো বোঝে, তুমি কি বুঝেছো?
                                           (১৯/০৯/২০২২)