হালকা মেঘের মতো স্বপ্নেরা ভেসে আছে
যার দুই চোখে,
কাঁকসার জঙ্গলে বহুদিন পরে রাত
খুঁজে পেল ওকে।


শাল সেগুনের ফাঁকে লুকোনো নদীর বুকে
চাঁদ নাম লেখে।
ভালবাসা কথা বলে নিশ্চুপ অন্তরালে
ঠোঁটে ঠোঁট এঁকে।


বৃষ্টিভেজা গাছ আর মাটির গন্ধ ঢালে
বুনো মাদকতা।
নিবিড়তা গাঢ় হয় অন্তহীন, ঘিরে থাকে
শব্দহীন কথা।


লাল মাটি, টিলা আর দিগন্তে ছড়ানো
এই জঙ্গলের দেশে,
কৃত্রিমতার ক্লেদ ধুয়ে নিয়ে ভেসে থাকা
অনন্ত আকাশে।
                   (২৪/০৪/২০২১)