যতোটা বলার ছিল, বলা হয়ে গেলো।
হয়তো আরো কিছু কথা বাকি রয়ে গেলো,
যেমন সবার থাকে, গোপন কুঠুরি
কোনো এক কালো সিন্দুকে।


যতোটা কান্না হাসি বরাদ্দ ছিল
সেসবও সাঙ্গ হলো। যদিও কে বা রাখে
চাওয়া পাওয়ার ভগ্নাংশের হিসেব নিকেশ।
এখন তো চোখের কোণ আর্দ্রই থাকে
সমাগত পৌষের হিমেল হাওয়ায়।


যে গান গাওয়ার ছিল তাও গাওয়া হলো,
হয়তো আরো কিছু গান বাকি রয়ে গেলো।
যুত্সই কথা সুর তাল লয় চেয়ে
ঠিকঠাক সময়ের আশায় আশায়।


চলো তবে এইবার নোঙর তোলো,
পাততাড়ি গোটানোর সময় যে হলো।
বাকি কথা গান আর অভিমান যতো
হয়তো একদিন পাথর হয়ে যাবে,
বালুকা বেলায় কোনো ঝিনুকের বুকে
মুক্তো হবে একদিন কবিতার মতো।
               (০৬/১২/২০২০)