চোখের গভীরে স্মৃতি মেঘ জমে থাকে,
যতো চেনা ক্ষণ ফিরে ফিরে আসে ফ্রেমে।
ফেলে আসা পথ সব কিছু লিখে রাখে,
যাবতীয় পাওয়া প্রেমে বা অপ্রেমে।


বিকেলের রোদে ক্রমেই দীর্ঘ ছায়া,
উদাসী হাওয়ায় ডাক দিয়ে যায় বাঁশি।
পায়ে পায়ে যতো জড়িয়ে রয়েছে মায়া,
এতো কি সহজ হাত নেড়ে বলা 'আসি'?


তবু যদি যাওয়া ছিঁড়ে সব পিছুটান,
তাহলে এবার রাত্রি নামুক ধীরে।
কবিতার কাছে গচ্ছিত অভিমান,
রক্তক্ষরণ রাখুক আঁধার ঘিরে।
              (০২/০৯/২০২১)