পায়ে পায়ে জড়িয়ে আছে গতকালের ধুলো,
কতকালের জমানো মেঘ কণ্ঠ যখন ছুঁলো,
কথা পথ হারালো শেষে।


যেই হারালো কথার খেই ঝরলো অকাল ধারা,
হারিয়ে যাওয়া গলির মুখে পুরোনো সেই পাড়ায়,
তুমি থমকে দাঁড়াও এসে।


আলোয় ছায়ায় মায়ার ভেতর হলদে রঙের বাড়ি,
একতলা ছাদ কার্নিশে যার গল্প ওড়ায় শাড়ি,
ফিরে নিরুদ্দেশের থেকে।


জোনাক জোনাক স্বপ্নগুলো জমায় এসে আলাপ,
উড়ে বেড়ায় হাজার সওয়াল সহস্র ফয়সালা,
তুমি জানোই না চোখ লেখে।


সেসব লেখার কাজলরেখায় নদীর পরিপাটি,
খুঁড়তে চেয়ে আমি যে তার পায়ে পায়েই হাঁটি,
তবু অভেদ্য সেই আড়াল।


সমান্তরাল চলার পথে শুধুই জমে ধুলো,
হাত বাড়ালেই দেখো কেমন রৌদ্র এসে ছুঁলো,
যেই সাঁকোয় এসে দাঁড়াও।
                                (১৬/০২/২০২৩)