সেসব তো
কবেই ভুলেছি,
দেখা হলে
জানিও ওকে
হৈমন্তী হাওয়া।
এমন কিছু কঠিনও নয়
সব ভুলে যাওয়া।
কেননা একদিন
সময় তো পরম যতনে
মুছে ফেলে
যতো আছে ক্ষত দাগ
দেহে মনে, যতো
বাসি অনুরাগ সব।
এখন তো সাঙ্গ
হয়েছে যতো উৎসব।
উত্তুরে বাতাসে
পেয়ে গেছি আসন্ন
শীতের আভাস।
বসে আছি জবুথবু
অবশিষ্ট ওম
যতনে জড়িয়ে বুকে।
আর যতো টুকু ক্ষত
মুছতে পারেনি সময়,
জানিও ওকে,
পুবের বাগানে
আমার প্রিয়
ফুল গাছের নীচে
ছড়িয়ে দিয়েছি,
মাটির অনেক গভীরে।
শীত অবসানে
বসন্ত আসে যদি ফিরে,
হয়তো ওরা প্রস্ফুটিত হবে,
কোনো এক ফাগুন দিনে।
ওরাও কবিতা হবে একদিন।
আর সে কবিতা-ফুল
ছড়িয়ে দেবে চতুর্দিকে
বাসন্তী হাওয়া।


বলে দিও ওকে
হৈমন্তী হাওয়া,
সেসব তো বিলকুল
কবেই ভুলেছি।
তেমন কঠিনও নয়
সব ভুলে যাওয়া।
(২৫/১১/২০২০)