দিন ফুরোলে
সাঁঝের বেলা
কে যায় ঘাটে
রোজ একেলা
এই কথাটি সেই ছেলেটি জানতো।

জানতো বলেই
রোজ বিকেলে
ছুটতো কাজ-
কম্মো ফেলে
যমুনা তাকে এমনিভাবেই টানতো।

নদীর পাড়ে
গাছের আড়ে
অপেক্ষা তার
চুপিসাড়ে
বাঁশিটি তার সুরের জাল বুনতো।

সে সুর সুদূর
অন্তচারী
ঘরসংসার
ভুলতো নারী
সুরের সাথে মিলনপ্রহর গুনতো।

বদলে গেলেও
কাল ও সময়
প্রেমধারা তো
একভাবে বয়
মনের সাথে মনের মিলন স্বেচ্ছায়।

কিন্তু কলির
ফতোয়া শাসন
বোঝে না সেই
প্রেমী দুজন
লীলা কখন বদলে গেল কেচ্ছায়।
                 (১৬/১০/২০২০)