যতোই ময়ূরপঙ্খী সাজাও,
আর ডঙ্কা তোমার বাজাও,
প্রজা যদি বস্ত্রবিহীন
উলঙ্গ তো রাজাও।


আজকে যারা দিচ্ছে পূজো,
দিতে জানে সাজাও।


যখন দেওয়ালে ছোঁয় পিঠ,
রাজা জেনো এ নিশ্চিত,
কথার ফাঁদে যতোই বাঁধো
ঠিক খুলে যায় গিঁট।


তাই যতোই ফুল ফোটাও,
আর পানসি তোমার ছোটাও,
জেনো আগুন জ্বালতে জানে
লাখের অশ্রুফোঁটাও।
         (২৮/০৫/২০২৩)