মনখারাপের সকালবেলায়
বিষাদ ছোঁওয়া একফালি মেঘ,
পৌঁছে দিল মনটাকে ঠিক
তোর ঠিকানায় মেঘলা মেয়ে।


কেমন আছিস ভোঁকাট্টা মন,
লাটাই ছেঁড়া পলকা সুতোয়?
এখনো কি বেপাত্তা হোস
যখন তখন নানান ছুতোয়?


বর্ষালু মেঘ মন ছোঁয় তোর,
আঁধার ঘনায় দু চোখ ছেয়ে?
বৃষ্টি আসে আচম্বিতে,
একলা ভিজিস, মেঘলা মেয়ে?


এখনো কি কোমর বেঁধে
সুযোগ পেলেই ঝগড়া করিস?
বৃষ্টি ভেজা উঠোন ঘাসে
গঙ্গা ফড়িং দৌড়ে ধরিস?


পড়ার ঘরের জানলা খোলা,
দিঘির পাড়ে মাঠ ছাড়িয়ে,
লাল ফিতে ফুল, লম্বা বেণী
এখনো কি যাস হারিয়ে?


এখনো কি মেঘলা বিকেল
রামধনু রঙ দিব্যি ছড়ায়?
খামখেয়ালের উড়ো চিঠি
তোর বুকে কি কাঁপন ধরায়?


মনপবনের খেয়াল গুলো
শুন্য পাতায় নীলচে খামে,
এখনো কি তেমনি আছে,
অতল খাঁজে, সিক্ত ঘামে?


সোঁদাল হাওয়ার বাষ্প কণায়
চশমা কাঁচও ঝাপসা ক্রমে।
তোর ওখানেও দিঘির জলে,
কাজলা মেঘ কি এমনি জমে?


মনখারাপের সকালবেলায়
মেঘের ভেলায় উজান বেয়ে,
আমার মতোই তুই কি ভাসিস?
কেমন আছিস, মেঘলা মেয়ে?
           (১৮/০৬/২০২১)